প্রকাশিত: Thu, Mar 14, 2024 10:37 AM
আপডেট: Mon, Jan 26, 2026 11:49 AM

[১]ইফতার পার্টি না করে সাধারণ মানুষকে সহায়তা করুন: প্রধানমন্ত্রী

আনিস তপন: [২] বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। পরে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান, মান্ত্রপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

[৩] সচিব বলেন, রমজান মাসে ইফতার পার্টি না করে সেই অর্থ দিয়ে অসহায় মানুষকে সাহায্য করতে বলেছেন প্রধানমন্ত্রী। তিনি সরকারি/বেসরকারি সব সংস্থা/সংগঠনসহ সমাজের বিত্তবানদের প্রতি আবেদন জানিয়ে বলেছেন, ইফতার পার্টির নামে অতিরিক্ত অর্থ ব্যয় না করে সামর্থ্যবানরা যেনো সাধ্যানুযায়ী সাধারণ মানুষকে সহায়তা করেন।

[৪] তাছাড়া প্রধানমন্ত্রী রমজানের প্রস্তুতি হিসেবে মন্ত্রণালয়গুলো কী কী করছে সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছ থেকে তা জেনেছেন। এ সময় প্রধানমন্ত্রী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সমবায় নিয়ে একটি স্বপ্ন ছিল। সেই স্বপ্নের আলোকে যাতে কৃষিভিত্তিক সমবায় গড়ে তোলা যায় সে জন্য কৃষি মন্ত্রণালয় এবং পল্লী উন্নয়ন বিভাগকে নির্দেশনা দিয়েছেন।

[৫] এ ছাড়া আটটি বিভাগে পর্যায়ক্রমে কৃষিপণ্য সংরক্ষণাগার তৈরির নির্দেশ দিয়ে বলেছেন, সেখানে ভিন্ন ভিন্ন চেম্বার থাকবে। যাতে দীর্ঘ মেয়াদে পণ্যগুলো মেইনটেন করে বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখা যায়।

[৬] এর আগে রমজান উপলক্ষে পণ্যের সরবরাহ ও পণ্যমূল্য স্বাভাবিক রাখতে কৃষি, থাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছিলেন সে বিষয়ে সংশ্লিষ্ট তিন মন্ত্রণালয় কী কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে জানতে চেয়েছেন।

[৭] জবাবে তিন মন্ত্রণালয় জানিয়েছে, মৎস্য মন্ত্রণালয় থেকে কিছু উদ্যোগ নেয়া হয়েছে। মাছ ও মাংস বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। বাজার নিয়ন্ত্রণে সারা দেশে বাজার মনিটিং কার্যক্রম সম্পর্কে অগ্রগতি জানানো করা হয়েছে। 

[৮] বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বেশ কয়েকটি বড় কোম্পানি ঢাকা শহরে এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় মিলগেটে যে রেট, সেই রেটে তারা তাদের পণ্য বিক্রি করবেন। মাঝখানে অনেক হাত হয়, সে জন্য মিলগেটে নিজ উদ্যোগে তেল, ডাল, চিনি বিক্রি শুরু করেছে এবং এর আওতা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন।

[৯] এসব প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, মন্ত্রণালয়গুলোর এসব পদক্ষেপ এবং অগ্রগতি মন্ত্রিসভার সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হয়েছে। সে অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ভবিষ্যত কার্যক্রম ফলোআপ করবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব